ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী অদম্য মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। অনুষ্ঠানের নাম ছিল ‘দুর্বার ২০২৫’।
আজ (৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ড. আব্দুর রব। এছাড়া বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রফেসর ড. ফখরুল ইসলাম, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. নজরুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, জাহিদুর রহমান এবং ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ড. আব্দুর রব অনুষ্ঠানে বলেন, “এই অনুষ্ঠান আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি সমাজের মনোভাব পরিবর্তন করতে সাহায্য করবে। তারা তাদের অদম্য মেধা ও পরিশ্রমের মাধ্যমে সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন।”
এ সময় অদম্য মেধাবী শিক্ষার্থীরা তাদের সীমাবদ্ধতা অতিক্রম করে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন করার প্রেরণা পান। তবে, তারা এখনও বিভিন্ন ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা, ওয়াশরুম এবং অন্যান্য মৌলিক সুবিধা নিয়ে তারা সমস্যা সম্মুখীন হচ্ছেন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৬ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ভাতা ও শিক্ষাবৃত্তি বাড়ানো, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিত করা, এবং সরকারের কাছে জাতীয় পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য কোটা ও বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি।
এছাড়া, তিনি দুটি গুরুত্বপূর্ণ করণীয় তুলে ধরেন, যা হলো: ১. শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের বিভিন্ন বিভাগ যৌথভাবে কাজ করবে। ২. ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া বিভাগ তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা সৃষ্টি করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সহযোগিতা করার বিষয়ে গুরুত্বারোপ করেন।