ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

কারাগারে থেকেও মাথা নত করেননি খালেদা জিয়া

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১২:৩০ পিএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

বিএনপির একমাত্র আপসহীন নেত্রী, বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে বারবার প্রমাণ করেছেন যে তিনি কখনো নিজেকে আপস করেননি। এমনকি রাষ্ট্রীয় অত্যাচার এবং কারাগারে থেকেও তিনি ছিলেন আপসহীন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হওয়া অনিশ্চয়তা কাটাতে তিনি ১৯৮১ সালে দলের নেতৃত্ব গ্রহণ করেন। এরপর থেকে একদিকে দল গোছানো, অন্যদিকে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় নেতৃত্ব দিয়েছেন বগেম জিয়া।

[33500]

১৯৯০ সালে স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়ে খালেদা জিয়া সফল হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে, তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

তার রাজনৈতিক যাত্রায় তিনি বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রশ্নবিদ্ধ হতে দেননি। শত অত্যাচার, দুর্নীতি ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া কখনও নিজেকে আপস করেননি। 

[33505]

আইনজীবীরা জানান, ২০১৪ সালে তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা মামলাগুলোর পর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত তার বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। উচ্চ আদালতে এই সাজা বেড়ে দশ বছর হয়, যা শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন বলে মনে করেন রাজনৈতিক নেতারা।

[33502]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, "এটি এরশাদ আমল থেকেই তার আপসহীনতার পরিচয়।" তিনি আরও জানান, বিদেশে চলে গেলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার প্রস্তাব এসেছে, কিন্তু তিনি এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

করোনার মহামারির মধ্যেও খালেদা জিয়া কারাগারে ছিলেন, এবং ২০২১ সালে তাকে বাসায় ফিরিয়ে আনা হয়। গত বছরের আগস্টে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে খালেদা জিয়াকে মুক্তির ঘোষণা দেন। অবশেষে, চলতি বছরের ১৫ জানুয়ারি আপিল বিভাগের রায়ে তার সাজা বাতিল হয় এবং তিনি খালাস পান।