বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে উইমেনস ফেলোশিপ ফাউন্ডেশনের বিশিষ্ট নেত্রী রেবেকা ওয়াগনার এবং অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন।
ফেসবুকে বিএনপির ভেরিফায়েড পেজে এ বৈঠকের তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির প্রচেষ্টার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়া, ব্যারিস্টার জায়মা রহমান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে (জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ) দলের প্রতিনিধি হিসেবে যোগদান করেন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের আনুষ্ঠানিক আমন্ত্রণে ৫ ও ৬ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানটি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :