বাংলাদেশ জামায়াতে ইসলামী আগেভাগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। দলটি ইতোমধ্যে ২১টি জেলার ১০০টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। যদিও দলটির নেতারা বলছেন, এটি প্রাথমিক সিলেকশন, চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন সামনে আসার পর নেওয়া হবে।
এখন পর্যন্ত ২১ জেলার ১০০টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- গাজীপুরে চারটি, মাদারীপুরে একটি, মেহেরপুরে দুটি, সিরাজগঞ্জে পাঁচটি, নওগাঁয়ে পাঁচটি, রাজশাহীতে পাঁচটি, খুলনায় ছয়টি এবং ময়মনসিংহে ১১টির মধ্যে ১০টি।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটা প্রাথমিক সিলেকশন, নির্বাচন অনেক দূরে। নির্বাচনের সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
শফিকুর রহমান আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য মৌলিক সংস্কার প্রয়োজন, অন্যথায় তা হবে নির্বাচন গণহত্যা।
তিনি দলীয় প্রার্থীদের নির্বাচনের প্রচারের জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন এবং জামায়াতের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দেওয়ার।
জামায়াতের নেতারা জানিয়েছেন, তারা এককভাবে অথবা নিজেদের নেতৃত্বাধীন জোটে ৩০০ প্রার্থী নিয়ে নির্বাচন করবে। ইতোমধ্যে তারা দেশের বিভিন্ন এলাকায় কর্মী সম্মেলন, সভা-সমাবেশের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
আপনার মতামত লিখুন :