ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

‘ভারতকে খুশি করাই ছিল আওয়ামী লীগের কাজ’

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১২:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কল্যাণের জন্য কোন কাজ করে নাই আওয়ামী লীগ, তাদের কাজ ছিল ভারতকে খুশি করা বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীর কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া শাখার উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

[33947]

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, জনগণকে না জানিয়ে গোপনে বাংলাদেশের ক্ষতি হয় এমন বহু চুক্তি করেছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। সেই আ.লীগকে হটাতে বহু মানুষকে জীবন দিতে হয়েছে, বহু মানুষকে পঙ্গু হতে হয়েছে। ৫ আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশ হয়েছে ইসলামের পক্ষের পরিবেশ।

তিনি বলেন, ইসলামি আন্দোলন গতানুগতিক রাজনৈতিক কোন দল নয়। যখনই দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের গন্ধ পাই তখনি আমরা লংমার্চসহ আন্দোলন করি। ৫ আগস্ট সর্বপ্রথম আমরা ব্যানার নিয়ে স্লোগান দিয়ে মাঠে নেমে পড়ি বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষে কাজ করার জন্য। কিন্তু বর্তমানে বিএনপি বলছে তারা নাকি সর্ব প্রথম বৈষম্যবিরোধী ছাত্রদের সমর্থন করেছে।