ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বেগম খালেদা জিয়াকে বাসায় গিয়ে দেখলেন চিকিৎসকরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১১:৪৩ এএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তাঁর চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ডা. জাহিদ জানিয়েছেন, বেগম খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি তাঁর বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। প্রফেসর পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল উল্লেখ করে ডা. জাহিদ বলেন, মাঝে মাঝে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং চিকিৎসকরা তাঁকে নিয়মিত দেখতে যাচ্ছেন। তিনি আরও জানান, খালেদা জিয়ার পূত্রবধু ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান এবং তিন নাতনী ব্যারিস্টার জায়মা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমান তাঁকে সার্বক্ষণিক যত্ন নিচ্ছেন।

খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে ডা. জাহিদ বলেন, "যেদিন এখানকার চিকিৎসকরা তাঁকে দেশে ফেরার জন্য পরামর্শ দেবেন, তখনই তিনি ফিরবেন।"