শবে বরাত আল্লাহর পক্ষ থেকে অসীম নেয়ামতের রাত: জিএম কাদের

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০১:০২ পিএম

শবে বরাত আল্লাহর পক্ষ থেকে অসীম নেয়ামতের রাত: জিএম কাদের

ফাইল ছবি

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন,  শবে বরাত হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে অসীম নেয়ামতের রাত।

পরম সৌভাগ্য রজনী শবে বরাত উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। বিশ্ব মুসলিম এর প্রতি মোবারকবাদ জানিয়ে মর্যাদাবান এই রাতের ফজিলতে বিশ্ব মুসলিম উম্মার সংহতি, শান্তি, সমৃদ্ধি, সাফল্য ও কল্যাণ কামনা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, হাজার রাতের চেয়ে উত্তম এই রাতে রয়েছে মহান করুনাময় আল্লাহ তায়ালার অনুগ্রহ ও কৃপা লাভের অনুপম সুযোগ। দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনায় মহাসম্মনিত শবে বরাতে মহান শ্রষ্টার অনুকম্পা প্রার্থণা করেছেন।

তিনি মহিমান্বিত এই রাতের ফজিলতে মহান আল্লাহর কাছে দেশবাসীর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। একইসাথে দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে মহান রবের প্রতি ফরিয়াদ জানিয়েছেন। মহান আল্লাহ যেন মহিমান্বিত পবিত্র শবে বরাতের পূর্ণ ফজিলতে দেশের মানুষের সকল অধিকার নিশ্চিত করেন, এমন প্রার্থনাও করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

আরবি/এসআর

Link copied!