বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন বিএনপি মেনে নেবে না। তিনি দাবি করেছেন, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের আয়োজন দুরভিসন্ধিমূলক এবং এর মাধ্যমে বর্তমান সরকার তার ক্ষমতা শক্তিশালী করার চেষ্টা করছে।
রোববার নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব মন্তব্য করেন রিজভী।
তিনি আরো বলেন, শেখ হাসিনার পতন হলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচন নিয়ে দেশে যে গড়িমসি চলছে, তা নতুন বাংলাদেশ নির্মাণে প্রতিবন্ধকতা তৈরি করছে।
এছাড়া তিনি দ্রুত নির্বাচন রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়ে বলেন, এমন একটি রোডম্যাপ দরকার যা দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে।
আপনার মতামত লিখুন :