তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৯:২৬ এএম

তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি আজ

ছবি: সংগৃহীত

‘জাগো বাহে-তিস্তা বাঁচাও’ স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে আজ (সোমবার) থেকে বিএনপি এবং তার মিত্রদের দুই দিনব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে, যা তিস্তার পানি বণ্টন এবং নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে আয়োজিত।

দলীয় সূত্রে জানা গেছে, দিন-রাত টানা ৪৮ ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তিস্তা চুক্তি এবং অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান এবং দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়ানোর উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ লালমনিরহাট তিস্তা রেল সেতুসংলগ্ন এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। মঙ্গলবার সমাপনী দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন।

এছাড়া, দেশের উত্তরের পাঁচ জেলা—লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর ১১ স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করবেন।

উদ্যোক্তারা জানিয়েছেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অভিমুখে পদযাত্রা এবং নদীর দুই তীরে ২৩০ কিলোমিটারজুড়ে অবস্থান কর্মসূচি পালন করবে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ কমিটি।

পদযাত্রার বিভিন্ন স্থানে বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি উপস্থিত থাকবেন।

আরবি/এফআই

Link copied!