ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

দেশব্যাপী চলছে জামায়াতের বিক্ষোভ

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০২:২৬ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করছে দলটির নেতাকর্মীরা। দেশের বিভিন্ন জেলায় এ কর্মসূচি সফল করতে স্থানীয় কমিটিগুলোর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হচ্ছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাজীপুর, দিনাজপুর, সিলেট, লক্ষীপুরসহ দেশের বিভিন্ন জেলায় দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। এছাড়া ঢাকায় আজ বিকেল ৩ টায় এ কর্মসূচি পালিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে, কর্মসূচি সফল করতে দলটির পক্ষ থেকে নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গতকাল সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।