ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

কড়া প্রতিক্রিয়া জানাল ছাত্রদল

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৯:১৬ পিএম
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি প্রতিক্রিয়া জানান।

ফেসবুক স্ট্যাটাসে নাছির উদ্দীন নাছির লেখেন,  ছাত্ররাজনীতি বন্ধ করতে চাওয়া ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং আন্তর্জাতিক আইন অনুসারে মৌলিক অধিকার পরিপন্থী।

[1303]

তিনি আরও লেখেন, ক্যাম্পাসে  গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ দিলে যেকোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব।কথিত সাধারণ শিক্ষার্থীদের নামে  গোপন সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আড়ালে বিরাজনীতিকরণের চেষ্টা করা হলে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হবে এবং শুধু বাংলাদেশবিরোধী গোপন নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে। সবাইকে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ  ও পরমতসহিষ্ণুতা চর্চার অনুরোধ করছি।