নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সরকারে থেকে দল গঠন করলে বিএনপি তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীতে ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান সরকারের নীতির প্রতি সন্দেহ সৃষ্টি হয়েছে। তিনি উল্লেখ করেন যে দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায়, কিন্তু সরকার নির্বাচন দেওয়ার ব্যাপারে আন্তরিক কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চাচ্ছে। এটা বিপদজনক। তবে নতুন দলকে অবশ্যই বিএনপি স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া, তিনি এইও বলেন যে সরকার যদি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা হারিয়ে ফেলে, তবে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, যা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে, এক-এগারো পরিস্থিতি পুনরায় আসার কোনো পরিকল্পনা যদি থাকে, জনগণ কখনোই তা মেনে নেবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
আপনার মতামত লিখুন :