ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

গণ অধিকার পরিষদ কারো সাথে জোট করতে চায় না: নুর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১০:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং ফ্যাসিবাদী কোনো দল যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, তা নিশ্চিত করা উচিত। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে গণ অধিকার পরিষদের ৮ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ দাবি করেন। 

নুরুল হক নুর জানান, আগামী নির্বাচনে প্রশাসনের যারা দায়িত্বে থাকবেন, তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি প্রবাসীদের ভোটের সুবিধা নিশ্চিত করার বিষয়েও নির্বাচন কমিশনারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

নুর আরও বলেন, গণ অধিকার পরিষদ কারো সাথে জোট করতে চায় না, এটি স্পষ্টভাবে জানানো হয়েছে। যারা নতুন দল নিয়ে আসছেন, তাদের আমরা শুভকামনা জানাই।

এছাড়া, গণ অধিকার পরিষদ নেতারা মন্তব্য করেছেন যে, প্রশাসনের সক্ষমতা প্রমাণে কিছু স্থানীয় নির্বাচন না করে জাতীয় নির্বাচন আয়োজন করা যুক্তিযুক্ত হবে না।