ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রেরণা জোগায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান। মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকেই জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগের পথ ধরে এ দেশের গণতান্ত্রিক ও স্বাধীনতার সংগ্রাম চূড়ান্ত বিজয়ে পৌঁছায়।
তিনি আরও বলেন, দেশ স্বাধীন হলেও আজও ভাষা ও সংস্কৃতির ওপর আধিপত্যবাদী শক্তির আগ্রাসন চলছে। গণতন্ত্রকে কঠিন শৃঙ্খলে বন্দি করতে চায় তারা। এ জন্য স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে।
তারেক রহমান জাতীয়তাবাদ ও ঐক্যের প্রতীক হিসেবে ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলন আমাদের জাতীয়তাবাদ ও ঐক্যের অনুভূতি জাগ্রত করে। এ আন্দোলন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার অনুপ্রেরণা জোগাচ্ছে।
তিনি ভাষাশহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং ভাষাসৈনিকদের শ্রদ্ধা ও অভিনন্দন জানান। একই সঙ্গে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর একুশে ফেব্রুয়ারি পালনের কর্মসূচির সাফল্য কামনা করেন।
আপনার মতামত লিখুন :