ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

সরকারে যত বড় লোকই থাকুক, জনগণ তাদের পাশে নেই: মির্জা ফখরুল

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৯:৩২ এএম
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যত তাড়াতাড়ি নির্বাচন হবে, তত দ্রুত একটি সরকার গঠন হবে, যার পেছনে জনগণের সমর্থন থাকবে। বর্তমান সরকারের যত বড় বড় লোকই থাকুক, তাদের পেছনে জনগণ নেই।’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লার লাকসামে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

[35095]

মির্জা ফখরুল আরও বলেন, ‘যতটুকু নির্বাচনী সংস্কারের প্রয়োজন, তা করা হোক। ভোটের রোডম্যাপ জানিয়ে দেওয়া হোক, যাতে জনগণ জানে। এতে অনেকটা শান্তি আসবে, কারণ সবাই এখন অস্থির অবস্থায় রয়েছে। কিছু লোক বিদেশে বসে দেশের সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার এবং নৈরাজ্য বাড়ানোর পক্ষে। তবে বিএনপি নৈরাজ্য চায় না, অস্থিতিশীলতা চায় না। আমরা চাই সরকার সফল হোক।’

তিনি আরও জানান, ‘মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে দুই বেলা খাবার। আর তাই তারেক রহমান ৩১ দফা দিয়েছেন।’

[35089]

রাজনৈতিক দলগুলোকে তিনি সতর্ক করে বলেন, ‘এমন কথা বলবেন না, যাতে ঐক্য ভেঙে না যায়।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি জনগণের ভোটে সরকারে আসবে। দেশকে ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। চব্বিশের মতো একাত্তরের বিষয় নিয়ে কটাক্ষ করা হলে, তা কেউ মেনে নেবে না।’