জনগণের পক্ষে থাকা রাজনীতিবিদ কখনো পালায় না: রিজভী

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৯:৪৩ এএম

জনগণের পক্ষে থাকা রাজনীতিবিদ কখনো পালায় না: রিজভী

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণের পক্ষে থাকা কোনো রাজনীতিবিদ কখনো পালায় না। তার উদাহরণ হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনি দেখেছেন, এত অত্যাচার, এত নিপীড়ন, এত বন্দিত্বের পরও তিনি তার জনগণ আর দেশ ছেড়ে যাননি। এটাই হলো বিএনপির ও তাদের মধ্যে পার্থক্য।’

শুক্রবার সকালে শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, "আমাদের অনেক নেতা-কর্মীকে গুম করা হয়েছে, ক্রসফায়ারে হত্যা করা হয়েছে, তাদের রক্তাক্ত পথ পেরিয়ে এক মহাবিপ্লব, এক আন্দোলন সংঘটিত হয়েছে, যার মাধ্যমে সেই নিষ্ঠুর স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।"

তিনি আরও জানান, "আমরা একটি ধাপ অতিক্রম করেছি, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমরা গণতন্ত্রের পথে যেতে চলেছি এবং সেই পথেই হাঁটছি। আমরা আমাদের দাবিগুলো তুলে ধরছি। এসব দাবির মধ্যে প্রধান দাবী হলো, একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হওয়া এবং সবচেয়ে আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া। কারণ গত ১৭ বছর ধরে রাজনৈতিক শক্তি এবং দলকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার সেই রাজনৈতিক প্রক্রিয়ার জন্য প্রথমে জাতীয় সংসদ নির্বাচন করবে।’

আরবি/এফআই

Link copied!