ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

‘ফ্যাসিবাদ যতই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না’

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০২:২১ পিএম
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদ যতই ফিরে আসার চেষ্টা করুক, তা প্রতিষ্ঠিত হতে পারবে না।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘ভাষা শহীদরা শ্রদ্ধার পাত্র। যতদিন বাংলাদেশ থাকবে, জাতির হৃদয়ে তারা বেঁচে থাকবেন।’

এসময় তিনি ১৯৫২ সালে যারা ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের অবমাননা না করার প্রতি আহ্বান জানান।

এছাড়া, তিনি ২৪-এর আন্দোলনের অবদানও জাতি স্মরণ করবে বলে মন্তব্য করেন এবং ভাষা শহীদদের সংগ্রামকে জাতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেন।