ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

‘জামায়াত নিয়ে বিএনপির মাথাব্যথা নেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৫:২১ পিএম
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক রূপালী বাংলাদেশকে বলেছেন, ‘গত ৫৪ বছরে কোনো দিন দেখিনি স্বাধীনতা দিবসে একটা মিছিল করতে।

যখন অন্তর্বর্তী সরকার অক্টোবর-নভেম্বরে একটি নির্বাচনের কথা বলা শুরু করল, তখন আপনাদের মুখে রাম রাম। আবার শুনি স্থানীয় সরকার নির্বাচন। সংস্কারের পর নির্বাচন কীসের ইঙ্গিত? স্বাধীনতাযুদ্ধের সময় কোথায় ছিলেন। কোথায় ছিলেন ১৬ বছর? এখন শুনতেছি সরকার গঠনের পাঁয়তারা করছে। আপনাদের কি জনসমর্থন আছে যে আপনারা সরকার গঠনের চেষ্টা করেন?’  

বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের আজকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত।’  আরেক প্রশ্নের জবাবে তিনি জামায়াতে ইসলামীর অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ‘যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখন কীভাবে নিজেদের দেশপ্রেমিক দাবি করে? ১৬ বছর ধরে আপনারা কী করেছেন? দেশের উন্নয়নে কী ভূমিকা রেখেছেন? এসব প্রশ্নের উত্তর জাতি জানতে চায়।’

আওয়ামী লীগের সঙ্গে একাত্মতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী আপনারাও আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা করে নির্বাচনে অংশ নিয়েছিলেন, পরিণামে কী পেয়েছেন? আপনাদের শীর্ষ নেতাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছে; সেই আওয়ামী লীগের সঙ্গে সঙ্গ দিয়ে সময়ক্ষেপণ করে আপনারা সরকার গঠনের চেষ্টা করতে থাকুন, দেশের মানুষ আপনাদের সুবিচার করবে।’

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম রূপালী বাংলেদেশকে বলেন, জামায়াত সরকার গঠনের যে পাঁয়তারা করছে সে ভাবনা ভুল। তাদের বিবেচনা করা উচিত, সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থী দেওয়ার মতো সংগঠনিক শক্তি আছে কি না। তা ছাড়া একটি রাজনৈতিক দল হিসেবে তারা সারা জীবন সরকার গঠনের চেষ্টা করতে পারে, এতে বিএনপির মাথাব্যথা নেই।