পবিত্র ওমরাহ পালন ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
আজ শুক্রবার দুপুরে তিনি ঢাকায় পৌছান বলে বিএনপি মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন লুৎফুজ্জামান বাবর।
কিন্তু দুবাইতে যাত্রা বিরতির সময় অসুস্থ হয়ে পড়লে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা নেন। এরপর সৌদি আরব গিয়ে পবিত্র ওমরাহ পালন করেন।