সবার আগে দেশ পুনর্গঠনের কাজ করবে বিএনপি: তারেক রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৩:৩১ পিএম

সবার আগে দেশ পুনর্গঠনের কাজ করবে বিএনপি: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠনের  কাজ করবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপিই একটি মাত্র দল যারা নিজ দলের নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয়। অন্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের এটাই বড় পার্থক্য বলে উল্লেখ করেন তিনি।

যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

দীর্ঘ ১৬ বছর পর যশোর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। সম্মেলন ঘিরে উজ্জীবিত দলটির নেতাকর্মীরা। জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

আরবি/এফআই

Link copied!