অস্পষ্ট লক্ষ্য নিয়ে ছয় মাসে নতুন ১৬ দল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১০:৫৫ এএম

অস্পষ্ট লক্ষ্য নিয়ে ছয় মাসে নতুন ১৬ দল

ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় বিগত প্রায় দেড় যুগ ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। বাঁধ ভাঙ্গা দুর্নীতি আর স্বৈরাচারী কর্মকাণ্ডের জন্য দেশের সবচেয়ে পুরোনো দল এখন প্রায় নিঃশেষ হওয়ার পথে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি যেন উত্তাল হয়ে আছে।

বিএনপি-জামায়াতসহ অন্যান্য পুরোনো রাজনৈতিক দলগুলো একদিকে তাদের নিজেদের কর্মসূচি পালন করছে, অন্যদিকে একাধিক নতুন দলের উত্থান ঘটছে। জানা গেছে, গত ছয় মাসে বাংলাদেশে ১৬টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, যার মধ্যে গত বছর ১১টি দল এবং চলতি বছরের প্রথম দুই মাসে পাঁচটি দল আত্মপ্রকাশ করেছে। তবে বেশিরভাগ দলের উদ্দেশ্য এবং ভবিষ্যৎ এখনও স্পষ্ট নয় এবং অনেক দল এখনো কোনো কার্যক্রম শুরু করতে পারেনি। কিছু দল শুধুমাত্র অল্প কিছু সদস্য নিয়ে কাজ শুরু করেছে এবং কিছু দল থানা বা জেলার পর্যায়ে আংশিক কমিটি গঠনের চেষ্টা করছে।

এই নতুন দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু দল হলো—ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, সমতা পার্টি, আমজনতার দল, বাংলাদেশ জন-অধিকার পার্টি, সার্বভৌমত্ব আন্দোলন, জাতীয় বিপ্লবী পরিষদ, নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ (এনপিবি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি (বিপিপি), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ জাগ্রত পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), দেশ জনতা পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ মুক্তির ডাক ৭১।

এছাড়া, সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া চলছে, যেখানে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল নেতৃত্ব দিচ্ছেন। এরই মধ্যে এই দলের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

তবে এত সব দলের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের দল। সূত্র বলছে, কয়েক দিনের মধ্যেই ঘোষণা হতে যাচ্ছে বহুল আলোচিত জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম। এই দলের শীর্ষ ছয়টি পদে কারা আসছেন, তা অনেকটাই চূড়ান্ত হয়েছে।

এসব দলের বেশির ভাগ নেতারা বলছেন, বাংলাদেশে একটি বড় ফ্যাসিস্ট রাজনৈতিক দল মাঠ থেকে সরে যাওয়ায় রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। আমরা সেই শূন্যতা পূরণ করতেই আমাদের দল ঘোষণা করেছি।

আরবি/এফআই

Link copied!