সতেরো বছর ধরে একটি ভালো নির্বাচন চাইছি। আজ যারা ক্ষমতায় তারা বলছে, এত তাড়াতাড়ি কেন। আরে আপনার কাজ কী। ছয় মাসেও কিছু করতে পারেননি। হাসিনা আমলে যেমন ছিল, তেমনি আছে। তাহলে ডক্টর ইউনূস সাহেব আপনাকে রেখে লাভ কী? বলে প্রশ্ন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলায় ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত শহরের পাবলিক ক্লাব মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি শেখ হাসিনাকে উদ্দেশে করে বলেন, ‘তার বাপ, তার বোন ভাই সবাই চোর। কেউ বলেনি তারা ভালো। দেশের সম্পদ চুরি করেছে।’
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমীনের সভাপতিত্বে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান, রংপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :