ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

শিবিরকে বয়কট আহবান ছাত্র ইউনিয়নের

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৭:৪৪ পিএম
প্রতীকি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

রোববার (২৩ ফেব্রুয়ারি, ২০২৫) এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে বলেন, মধুর ক্যান্টিনের সত্ত্বাধিকারী মধুসূদন দে‍‍`র (মধুদা) হত্যাকারীদের রাজনৈতিক উত্তরাধিকার ইসলামী ছাত্র শিবির। ১৯৭১ সালে ২৫ শে মার্চ কালরাতে মধু‍‍`দাকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। সেই ঘাতকদের রাজনৈতিক উত্তরাধিকার ইসলামী ছাত্র শিবির মধুর ক্যান্টিনে আজকে সংবাদ সম্মেলন আয়োজনের যে ধৃষ্টতা দেখিয়েছে তা স্বাধীনতাকামী ও প্রগতিশীল ছাত্র-জনতা মেনে নিবে না।

নেতৃবৃন্দ বলেন, "মধু‍‍`দার হত্যাকারী পাকিস্তানি হানাদার বাহিনীর রাজনৈতিক উত্তরাধিকার ইসলামী ছাত্র শিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন আয়োজন স্বাধীনতাকামী ও প্রগতিশীল ছাত্র-জনতার জন্য লজ্জার। আমরা মধুর ক্যান্টিনে ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাই। মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী সংগঠন ইসলামী ছাত্র সংঘের সরাসরি উত্তরাধিকার ইসলামী ছাত্র শিবির যারা মুক্তিযুদ্ধে আলবদর, আল শামস, রাজাকার বাহিনী গঠন করে গণহত্যা চালিয়েছে। আজ পর্যন্ত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির তাদের ঘৃণ্য অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চায় নাই।

তারা বলেন, আমরা ইসলামী ছাত্র শিবিরের বয়কট করতে আপামর ছাত্র-জনতাকে আহ্বান জানাই।