আবদুল্লাহ আল নোমান ছিলেন নিরেট ভদ্রলোক: জিএম কাদের

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০১:৩০ পিএম

আবদুল্লাহ আল নোমান ছিলেন নিরেট ভদ্রলোক: জিএম কাদের

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একইসাথে শোক সন্তপ্ত পরিবার ও তার শোকার্ত রাজনৈতিক অনুসারীদের সমবেদনা জানিয়েছেন তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রয়াত আবদুল্লাহ আল নোমান ছিলেন নিরেট ভদ্রলোক। সদালাপী মানুষটি অমায়িক ব্যবহারে সবাইকে মুগ্ধ করতেন। মহান আল্লাহ্ যেনো তার ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

এর আগে, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বলেন, আজ ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার দাফন-কাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
 

আরবি/এসআর

Link copied!