‘নাহিদ দেশের প্রধানমন্ত্রী হবেন’

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৩:৪৪ পিএম

‘নাহিদ দেশের প্রধানমন্ত্রী হবেন’

ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী  ও  অদ্য পদত্যাগ করা অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আগামীতে দেশের প্রধানমন্ত্রী হওয়ার আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এমন প্রত্যাশা করেন।

 

ইংরেজিতে দেয়া ওই পোস্টে প্রেস সচিব লিখেন, ‘সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক মনের অধিকারী নাহিদ ইসলাম। তার বয়স ২৬ এবং তিনি ইতিমধ্যেই এক স্বৈরশাসকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। তিনি অনেক অনেক দশক ধরে  দেশের রাজনীতিতে বড় ভূমিকা পালন করবেন। আর আল্লাহ জানেন, একদিন তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।’

 

এম/আর

Link copied!