ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করব, ব্যবস্থা নির্মাণ করব, সমাজ নির্মাণ করব। এই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়া উচিত। এই প্রশ্নে কোন বিভাজন সৃষ্টি করা আমাদের কারই উচিত হবে না। আমাদের উচিত হবে ছাত্রজনতা যে আত্মত্যাগ, প্রাণ বিসর্জন সবকিছুকে মূল্য দিয়ে মর্যাদা দিয়ে জনগণের যে প্রত্যাশা একটি গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র সেটা বিনির্মাণের জন্য এগিয়ে যাওয়া।
বিএনপি মহাসচিব বলেন, বিগত দেড় দশক ধরে ফ্যাসিবাদের অধীনে থেকে আমরা আমাদের চিন্তার প্রকাশ করতে পারেনি। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারিনি এবং একইসঙ্গে এই দেশে একটি ফ্যাসবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। সেখান থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মুক্ত হয়েছি। এর জন্য যারা সংগ্রাম-লড়াই করেছেন, আত্মত্যাগ করেছেন তাদেরকে গভীর সমবেদনা জানাচ্ছি।
বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৫ বছরে যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য লড়াই, সংগ্রাম করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
মির্জা ফখরুল আরও বলেন, আজকে যে সংস্কারের কথা উঠেছে আমরা মনে করি অবশ্যই রাষ্ট্রের পরিবর্তনগুলো করা দরকার। এটা উপলব্ধি করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৬ সালে ‘ভীষণ ২০৩০’ দিয়েছিলেন। যাতে রাষ্ট্র সংস্কারের কথা বলা ছিল। এরই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে রাষ্ট্র কাঠামোকে রূপান্তরের জন্য ৩১ দফা দিয়েছিলেন। আজকে যে সংস্কারের প্রধান বিষয়গুলো আসছে এগুলো সবই সেই ৩১ দফার মধ্যে রয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, আমাদের প্রয়োজন মুক্ত চিন্তা করা। প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দল যেন মুক্ত চিন্তা করতে পারে। জনগণ সেই মতামতকে পরীক্ষা-নিরীক্ষা করতে পারে এবং তার মধ্য দিয়ে যেটা প্রয়োজন সেটা সে যেন গ্রহণ করতে পারে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :