তারেক রহমান

‘জাতীয় ঐক্য এবং নির্বাচন বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০১:০৬ পিএম

‘জাতীয় ঐক্য এবং নির্বাচন বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে’

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচন বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে। সংস্কার এবং জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভার সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরে এসে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।

এসময় তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

আরবি/এফআই

Link copied!