ছাত্রদের নতুন দলের যাত্রা শুরু, তৈরি হচ্ছে মঞ্চ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১১:৫৭ এএম

ছাত্রদের নতুন দলের যাত্রা শুরু, তৈরি হচ্ছে মঞ্চ

ছবি: রূপালী বাংলাদেশ

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হচ্ছে। আজ (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এই মঞ্চ থেকেই নতুন দলের যাত্রা শুরু হবে।

জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা জয়নাল আবেদীন শিশির জানিয়েছেন, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া পাস বিতরণ করা হবে। এই পাসধারী মিডিয়া কর্মীরা মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে পারবেন। 


তিনি আরও জানান, দুপুর ১২টার পর শুধুমাত্র পশ্চিম দিকের প্রবেশপথ দিয়ে মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ করা যাবে এবং দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে প্রবেশ বন্ধ করে দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি এই পদ নিতেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন। ২০১৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ নেতা নুরুল হক নুরের প্যানেল থেকে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। পরবর্তীতে তিনি বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে জড়িত হন এবং ২০২৩ সালে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নামে একটি ছাত্র সংগঠনের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া, নতুন দলটির সদস্য সচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন, এবং মুখ্য সংগঠক (উত্তর) হিসেবে দায়িত্ব পাচ্ছেন সারজিস আলম। হাসনাত আবদুল্লাহকে দেওয়া হচ্ছে মুখ্য সংগঠক (দক্ষিণ) হিসেবে দায়িত্ব। দলের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন নাসির উদ্দিন পাটোয়ারী, এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেতে চলেছেন হান্নান মাসউদ। নতুন দলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পাচ্ছেন সালেহ উদ্দিন সিফাত।

জাতীয় নাগরিক পার্টির এ আত্মপ্রকাশ অনুষ্ঠানটি দলের ভবিষ্যত কর্মকাণ্ড এবং রাজনৈতিক লক্ষ্যের প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!