আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হবে এই অনুষ্ঠানের আয়োজন। সেখানে নতুন দলের নেতৃত্বসহ নানা বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
এই রাজনৈতিক দল ঘোষণাকে কেন্দ্র করে ওই এলাকায় ইতোমধ্যে মঞ্চ নির্মাণ করা হয়েছে এবং অতিথিদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই প্রস্তুতি শুরু হয়েছে, আর এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আসতে শুরু করেছেন নেতা–কর্মীরাও।
মঞ্চের পাশাপাশি তৈরি করা হয়েছে ওয়াশরুম, বিভিন্ন বুথ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা। নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া, মেডিকেল টিম এবং পুলিশ বুথও প্রস্তুত রাখা হয়েছে।
গত বছর ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু হওয়া আন্দোলনের ফলস্বরূপ, হাসিনা সরকারের পতন ঘটে এবং তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়। আজ বড় আয়োজনে ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদ ইসলাম ও আখতার হোসেন সদস্য সচিব হিসেবে কাজ করবেন। এছাড়া, দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসছেন দুটি নারী নেতৃত্ব।
দলের ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হতে পারে, এবং ধাপে ধাপে এই সদস্য সংখ্যা ৩০০ থেকে ৫০০-এ পৌঁছাতে পারে। নাসীরুদ্দীন পাটওয়ারী-কে প্রধান সমন্বয়কারী হিসেবে চূড়ান্ত করা হয়েছে, এছাড়া হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে কাজ করবেন।