ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটছে। একজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে এতে নেতৃত্ব দিচ্ছেন। ফলে আলোচনা হচ্ছে আগামীতে অন্যান্য উপদেষ্টারাও রাজনীতিতে আসবেন কিনা।
অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অবশ্য মনে করছেন, উপদেষ্টারা রাজনীতিতে আসবে কিনা সেটি ‘সময় বলে দিবে’।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। উপদেষ্টারা রাজনীতিতে প্রবেশ করবে কি না তা সময় বলে দিবে।’
রিজওয়ানা বলেন, ‘নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে একটি ইতিবাচক ধারার সৃষ্টি হচ্ছে। শুধু নতুনদের নিয়ে গঠিত বলেই যে সব সমস্যার সমাধান হবে ব্যাপারটা এমন নয়। রাজনৈতিক দলের সমালোচনা থাকাটাই স্বাভাবিক। এ সময় দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার।’