দেশের সংকট নিরসনে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করা জরুরী বলে মনে করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তবে সেই গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না বলেও অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
তবে ইউনূস সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে বলেও উল্লেখ করেন দলটির এই নেতা।
তিনি বলেন, ‘সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানাই।’
তিনি হুঁশিয়ারি করেন, ‘আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে।’
আপনার মতামত লিখুন :