ছাত্রদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ আত্মপ্রকাশ ঘটছে।
এ উপলেক্ষ্যে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে একে একে যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
শুক্রবার বিকাল ৪টায় এই অনুষ্ঠান শুরু হয়। এরআগে থেকেই আসতে শুরু করেন অতিথিরা।
অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যোগ দিয়েছেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
এছাড়াও হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদও অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে দেখা গেছে , লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহসভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও বাংলাদেশ খেলাফত মসলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদেরও উপস্থিত রয়েছেন।
আপনার মতামত লিখুন :