ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

সেই চিরচেনা জার্সিতেই ইতিহাস গড়তে আসলেন হাসনাত

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৬:১০ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন দলের আত্মপ্রকাশ করেছে। এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এদিন তিনি জুলাই আন্দোলনজুড়ে যে টিশার্টটি পরেছিলেন সেটিই পরে এসেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে সার্জিস ও হাসনাত মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠানের মঞ্চে যোগ দেন। জানা গেছে, নতুন দল জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হিসেবে হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের সমন্বয়ক হিসেবে সারজিস আলমের দায়িত্ব নেয়ার কথা রয়েছে।

হাসনাতকে এদিন চিরচেনা সেই জার্সিতে দেখা যায়। এটি সেই জার্সি যেটি তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় পরেছিলেন।  ২০২৪ সালের ১৭ জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই রক্তঝরা বিকেল। হল ছাড়ার নির্দেশ আর পুলিশের হুমকির মুখে হাসনাত দাঁড়িয়ে বলেছিলেন, এটা আমার ক্যাম্পাস, আপনি চলে যান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে বিকাল ৪টা ২০ মিনিটে আত্মপ্রকাশ করে দলটি।

এর আগে, জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেইজে এক বার্তায় ‘ইতিহাসের সাক্ষী’ হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়।

৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও একই জার্সি পরেন তিনি। এই জার্সিটিই যেন একটি প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। 

অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ-সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।