নাগরিক পার্টির সঙ্গে জোট করবে কিনা, জানালেন জামায়াত সেক্রেটারি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৭:০১ পিএম

নাগরিক পার্টির সঙ্গে জোট করবে কিনা, জানালেন জামায়াত সেক্রেটারি

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জোট গঠন নিয়ে সম্প্রতি বিভিন্ন দলের সঙ্গে আলাপ-আলোচনা করছে জামায়াতে ইসলামী। দলটি আত্মপ্রকাশ করা ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ সঙ্গেও এমন আলোচনার পথ খোলা রাখবে।

শুক্রবার (২৮ ফেব্রয়ারি) এনসিপি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আলাপ-আলোচনার পথ সবসময়ই খোলা থাকে। নতুন দলের ক্ষেত্রেও সেই সম্ভাবনা থাকবে।’

গোলাম পরওয়ার বলেন, ‘নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এটা আমাদের রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যকে শক্তিশালী করবে। সবার সঙ্গে সৌহার্দ্যের সম্পর্ক থাকবে আমাদের।’

এম/আর

Link copied!