ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫

বিএনপি’র ‘অর্ন্তদন্দ্বে’ বেড়েছে রাজনৈতিক সহিংসতা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৯:২১ পিএম
ছবি: সংগৃহীত

চলতি মাসে ৩৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩ জন নিহত  হয়েছেন। আর আহত হয়েছেন ৩৯০ জন।

সহিংসতার ঘটনাগুলোর মধ্যে বিএনপির অন্তর্দ্বন্দের ৩৩টি, আওয়ামীলীগের অন্তর্দ্বন্দ ২টি, বিএনপি-আওয়ামীলীগের সংঘর্ষের ৪টি ঘটনা ঘটেছে।

 

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ)  ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে (ফেব্রুয়ারি, ২০২৫)’ এসব তথ্য উঠে এসেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, আহতদের মধ্যে ১ জন গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা ৩ জন বিএনপির কর্মী ও সমর্থক। এছাড়াও নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু গত ৮ জানুয়ারি থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, দুস্কৃতিকারীদের দ্বারা রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের উপর হামলার ১২টি ঘটনা ঘটেছে। এ সকল ঘটনায় নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ৪৩ জন।

এদের মধ্যে দুর্বৃত্তদের হাতে নিহত ৩ জন, হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার ২ জন এবং ১ জনের লাশ মাঠ থেকে পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে ৪ জন আওয়ামী লীগ ও ২ জন বিএনপির নেতা-কর্মী।

 

এমএসএফ বলছে,এই মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনা ও মামলার সংখ্যা কমে গেলেও দুস্কৃতিকারি কর্তৃক রাজনৈতিক নেতা-কর্মীদের উপর হামলার ঘটনাসহ নিজেদের অর্ন্তদ্বন্দ্ব বিশেষ করে নিজদের মধ্যে আধিপত্ত্ব বিস্তারের দ্বন্দ্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, যা অত্যন্ত দু:খজনক।

সংস্থাটি আরও বলছে, বিএনপি’র দলীয় কর্মীদের অর্ন্তদন্দ্ব লক্ষ্যণীয়ভাবে বেড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেই চলেছে। যা জনমনে নিরাপত্তহীনতা, ভীতি ও আতংকের সৃষ্টি করেছে।