ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫

নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্র বাড়বে, সতর্ক করলেন বিএনপির সালাহউদ্দিন

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০২:২৭ পিএম
ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বর মধ্যে জাতীয় নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি সর্তক করে এও বলেন, ‘নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্র বাড়বে।’

রোববার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন সর্তক করেন।

 

সালাহউদ্দিন আরও বলেন, ‘সংস্কারের প্রথম প্রস্তাবক বিএনপি। দলটি সবার আগে সংস্কারের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের সাথে সরকারের কমিশনের খুব বেশি পার্থক্য নেই।’

এসময় গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতে বিভিন্ন রকম কূটকৌশল চলছে বলেও অভিযোগ করেন তিনি।