বাংলাদেশে সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা শুরু ও ঈদ উদযাপনের বিষয়ে আলেমদের ভাবার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২ মার্চ) ঢাকার লেডিজ ক্লাবে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।
এ সময় তিনি মাতৃভূমির কল্যাণ কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, সবার উচিত আল্লাহর দরবারে বাংলাদেশকে ভালো রাখার প্রার্থনা করা। একইসঙ্গে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্যও দোয়া চান।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, বিএনপির সঙ্গে আলেম-ওলামাদের বিভেদ সৃষ্টির জন্য একটি মহল চেষ্টা করছে।
তিনি দাবি করেন, সেকেন্ড রিপাবলিক`সহ বিভিন্ন উসিলা ধরে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে।
এমন পরিস্থিতিতে বিএনপি চায়, দেশের আলেমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের আলোকে একসঙ্গে রোজা ও ঈদ উদযাপনের বিষয়ে ভাবুক এবং জাতির মধ্যে বিভক্তি দূর করতে ভূমিকা রাখুক।