ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫

এনসিপি’তে যোগ দিবেন ভিপি নুর!

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৩:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরু নিজের দল বিলুপ্ত করে এনসিপি’তে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। 

দেশের জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের এক টকশো’ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরও বলেন, ‘পাশাপাশি, যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন, তাদের অধিকাংশই আমাদের দলের সাথে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।’

হান্নান মাসউদ আরও বলেন, ‘আমরা কোয়ালিটিটা দেখেছি, কোয়ান্টিটিটা দেখিনি। আমরা নুরুল হক ভাইয়ের দলের বেশ কিছু সদস্যের সাথে আলোচনা করেছি এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি।’

ভবিষ্যতে একসাথে নুর ও এনসিপি কেন্দ্রভিত্তিক কাজ কাজ করতে পারে এমনটি উল্লেখ করে তিনি বলেন, ‘নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করার পর আমাদের সাথে যুক্ত হতে চেয়েছেন। আমরা আদর্শিকভাবে অনেক দিক থেকে মিল রেখেছি, তবে আপাতত অন্য দল বিলুপ্ত করে আসা নিয়ে আমাদের কিছু দ্বিধা রয়েছে। ভবিষ্যতে, আমরা একসাথে কেন্দ্রভিত্তিক কাজ করতে পারি।’

সম্প্রতি নুরুল হক নুরু মিডিয়াতে সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপি নিয়ে মন্তব্য করেছেন। সে প্রসঙ্গে হান্নান বলেন, ‘নুরুল হক ভাই হঠাৎ করে মিডিয়াতে এসে ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা আমাদের কাছে ঠিক ভালো লাগেনি। আমরা বিশ্বাস করি, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।’

এদিকে এনসিপি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রশাসকের গাড়ি সরবরাহের বিষয়ে তিনি বলেন, ‘পিরোজপুরের ডিসিরা আমাদের সমাবেশে অংশগ্রহণের জন্য গাড়ি সরবরাহ করেছেন, কিন্তু বিষয়টি সঠিকভাবে হয়নি। আমরা এ জন্য দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও উল্লেখ করেন, "বাংলাদেশের ৬৪টি জেলা এবং ৬০০টি থানা রয়েছে, তবে এই ঘটনাটি মাত্র একটি জেলায় ঘটেছে এবং এটি খুবই ছোট ঘটনা। আমরা এটিকে একান্তই একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছি।"