ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ বছরের শেষের দিকে হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচন ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের সম্ভাব্য প্রার্থী দেওয়া শুরু করেছে। এবার গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী ঘোষণা করার কথা জানিয়েছে।
সোমবার (৩ মার্চ) গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আগামী সপ্তাহে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।