১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পরও একটি গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠিত হয়নি। এজন্য নতুন প্রজাতন্ত্র গড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার সকালে দলের আত্মপ্রকাশ পরবর্তী প্রথম কর্মসূচি হিসেবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, তার দল এখন নির্বাচন কমিশনে নিবন্ধনের কার্যক্রম এগিয়ে নেবে। এ মাসেই দলের গঠনতন্ত্র প্রণয়ন করা হবে।
তিনি উল্লেখ করেন, নির্বাচন যাতে বারবার দীর্ঘায়িত না হয়, এজন্য পুরোনো শাসন কাঠামো পরিবর্তন করা প্রয়োজন। তিনি সাংবিধানিক কাঠামো পরিবর্তনে লড়াই চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এনসিপি প্রথমে গণপরিষদ নির্বাচন চায়। যেখানে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ সময় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :