বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। সোমবার সন্ধ্যায় লন্ডনের পূর্ব এলাকায় আয়োজিত একটি ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে বর্তমানে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে।
এ সময় তিনি আরও জানান, খালেদা জিয়া দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন পাঠানো হয়। সেখানে তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় এবং লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়।
১৮ দিনের চিকিৎসা শেষে ২৪ জানুয়ারি তাকে হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় পাঠানো হয় এবং বর্তমানে সেখানে চিকিৎসা চলছে।
আপনার মতামত লিখুন :