মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার তৈরি বিমান আকাশে ওড়ানোর পর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তার এই অসাধারণ উদ্ভাবনী কাজের প্রশংসা করছেন অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জুলহাসের সাফল্যে মুগ্ধ হয়ে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
বুধবার (৫ মার্চ) বিএনপির ভেরিফাইড পেজ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ব দেখল হার না মানা এক যুবকের দৃঢ় সংকল্প, বাংলার আকাশে লিখে দিল সে আকাশ জয়ের গল্প, এই উড়ে চলা—তার স্বপ্ন জয়ের পর্ব।’
জুলহাস মোল্লা, যিনি জীবনে কখনো বিমানে চড়েননি, তিনি নিজের প্রচেষ্টায় ‘আলট্রা লাইট (আরসি)’ মডেলের একটি বিমান তৈরি করে আলোচনায় আসেন। তার এই প্রতিভার কথা জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রতি উৎসাহ ও সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত নেন।
সাংবাদিক আতিকুর রহমান রুমন জানান, তারেক রহমানের নির্দেশে মানিকগঞ্জের প্রতিভাবান সন্তান জুলহাস মোল্লার পাশে দাঁড়িয়েছে বিএনপি। জুলহাসকে দেশের অভ্যন্তরে যেকোনো একটি ফ্লাইটে চড়িয়ে উৎসাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলহাস মোল্লার উদ্ভাবনী কাজে সরকারি প্রণোদনা ও সহায়তা দেওয়ার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদ ইমন, বিএনপি নেতা সত্যেন কান্ত পণ্ডিত ভোজন, রহমত লাবলু, সোহেল রানা, মিজানুর রহমান লিটনসহ দলের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শিবালয়ের তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার ছেলে জুলহাস রহমান মোল্লা চার বছরের প্রচেষ্টায় নিজেই একটি ‘আলট্রা লাইট (আরসি)’ বিমান তৈরি করেন। অর্থাভাবে ২০১৪ সালে মাধ্যমিক স্তরেই তার প্রাতিষ্ঠানিক শিক্ষা থেমে যায়। বর্তমানে তিনি ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন এবং তার উদ্ভাবনী ক্ষমতা দেশজুড়ে আলোচনায় এসেছে।