শেখ হাসিনাসহ অপরাধীদের বিচারে নির্বাচিত সরকারের প্রতিশ্রুতি থাকবে: আমীর খসরু

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৫:৩৮ পিএম

শেখ হাসিনাসহ অপরাধীদের বিচারে নির্বাচিত সরকারের প্রতিশ্রুতি থাকবে: আমীর খসরু

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি এও বলেছেন, ‘নির্বাচিত সরকারও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

 

বুধবার (৫মার্চ) রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘বিচারিক বিষয়ে আইনি প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নাই। স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা কাম্য নয়। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগে বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে।’

নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেওয়া শেখ হাসিনা সরকারের ফ্যাসিস্ট চরিত্র মতো।’

এম/আর

Link copied!