ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

গণঅভ্যুত্থানের শহিদদের দায় আমাদের সবার: হাসনাত আব্দুল্লাহ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৮:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদরা দেশের জন্য জীবন দিয়েছেন, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। তাদের আত্মত্যাগের দায় আমাদের সবার ওপর বর্তায়।

বুধবার (৫ মার্চ) কুমিল্লার দেবিদ্বারে পুলিশের গুলিতে আহত হয়ে মারা যাওয়া ভ্যানচালক আব্দুস সামাদের জানাজার আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেবিদ্বার উপজেলার ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, তারা জীবনের বিনিময়ে কোনো পদ-পদবি কিংবা ব্যক্তিগত স্বার্থ চাননি। তারা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমেছিলেন। এখন  তাদের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের আন্দোলনের কারণেই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। কোনো রাজনৈতিক দল এককভাবে এই আন্দোলন সফল করতে পারত না। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের কারণেই স্বৈরাচারের পতন হয়েছে।

এসময় তিনি শহিদ আব্দুস সামাদের পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং সাধারণ মানুষকে এসব শহিদ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

জানাজায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসনাত খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন ইলিয়াসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

জানাজা শেষে আব্দুস সামাদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে পুলিশের গুলিতে গুরুতর আহত হন ভ্যানচালক আব্দুস সামাদ। মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।