বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছে। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জাতির কল্যাণে জামায়াতের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বুধবার (৫ মার্চ) বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট হলরুমে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম বলেন, “আমরা কুরআন ও সুন্নাহর বিধানের আলোকে রাসুল (সা.) এর দেখানো পথেই একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। জামায়াত দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম ও জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার।
শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন— শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন,
মাওলানা আব্দুল হালিম বেগ, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন।
অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।