ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

ঈদের পর উত্তপ্ত হবে ‘দেশের রাজনীতির মাঠ’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ১১:১৯ এএম
ছবি: সংগৃহীত

আসছে ঈদুল ফিতরের পর বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, দ্রুত নির্বাচনের পক্ষে-বিপক্ষে শক্ত অবস্থান তৈরি করতে রাজপথে নামবে দলগুলো।

জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বর্তমানে দেশের তিনটি প্রধান রাজনৈতিক দল—বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।

বিএনপির কর্মসূচি

বিএনপি সম্প্রতি জেলা পর্যায়ে সমাবেশ আয়োজন করেছে এবং ঈদের পর বিভাগীয় পর্যায়ে আরও সমাবেশের পরিকল্পনা রয়েছে। দলটি নির্বাচনের সময় নিয়ে সরকারের ওপর চাপ তৈরি করতে চায়।

বিএনপির নেতাকর্মীরা একটা লম্বা সময় ধরে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। ইতোমধ্যে তারা জাতীয় নির্বাচনকে মূল ফোকাসে রেখে সাংগঠনিক কর্মসূচি সাজানোর পরিকল্পনা করছে।

দলটির নেতারা জানিয়েছেন, যদি সরকার নির্বাচনের তারিখ নিয়ে দেরি করে, তাহলে তারা রাজপথে আরও জোরালো আন্দোলন শুরু করবে।

জামায়াতে ইসলামের কর্মসূচি

এদিকে জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও আওয়ামী লীগের বিচার চায়। যেখানে বিএনপি স্থানীয় নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে, সেখানে জামায়াত স্থানীয় নির্বাচনকে প্রাধান্য দিয়ে সমাবেশ করছে এবং জনমত গড়ে তোলার চেষ্টা করছে।

যদিও জামায়াত তাদের কর্মসূচি ঘোষণা করতে পারেনি, তবে দলটির প্রধান শফিকুর রহমান বলেছেন, স্থানীয় নির্বাচনের মাধ্যমে জনগণের দুর্ভোগ দূর করা সম্ভব।

দলটির একাধিক সূত্র জানিয়েছে, জামায়াত ঈদের পর বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে তাদের কর্মসূচি পালনের বিষয়ে পরিকল্পনা করছে।

এনসিপির কর্মসূচি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে এখনো তাদের কর্মসূচি ঘোষণা করেনি। তবে রাজনৈতিক বোদ্ধাদের ধারণা, ঈদের পর নিবন্ধন এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করতে পারে তারা। ইতোমধ্যে এ দলের নেতারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের ব্যাপারে জোরালো অবস্থান নিয়েছে। এ ছাড়া তাদের প্রধান বিষয় এখন নির্বাচন নয়, এমনটাই মনে করছেন অনেকে।

এনসিপির নেতৃবৃন্দের দাবি, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজন উচিত নয়।

এনসিপি এবং অন্যান্য দলের একাধিক সূত্র জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে জনগণের মধ্যে তারা তাদের দাবির পক্ষে জনমত তৈরির জন্য ঈদের পর আরও জোরালো কর্মসূচি হাতে নেবেন।