শাহবাগে নারীকে হেনস্তা করা যুবককে নিয়ে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৮:২৪ পিএম

শাহবাগে নারীকে হেনস্তা করা যুবককে নিয়ে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বলেছেন, মোস্তফা আসিফ অর্নবের হাতে কুরআন দিয়ে বিজয়ের স্লোগান তোলা ও ধর্মীয় অবস্থান গ্রহণ করা এই অঞ্চলের মুসলমানদের কল্যাণ বয়ে আনবে না, বরং এটি আরও প্রশ্নবিদ্ধ করবে। তার ভাষায়, অর্নবের আচরণ ও শব্দচয়ন স্পষ্টতই হয়রানিমূলক, যা কোনোভাবেই ন্যায্যতা পাওয়ার যোগ্য নয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এস এম ফরহাদ এ বিষয়ে বিস্তারিত লেখেন।

তিনি লিখেছেন, ঢাকা শাহবাগ থানায় আটক এক ব্যক্তির মুক্তির দাবিতে গভীর রাতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। রাত ১টার দিকে শাহবাগ থানার ওসি ফোন দিয়ে জানান, কিছু লোক থানার সামনে জড়ো হয়ে অপরাধীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, যা বড় ধরনের সংকট ও অস্থিরতা তৈরি করতে পারে।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভিক্টিম শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে গভীর রাতে প্রশাসনের কাউকে পাওয়া সম্ভব হয়নি। সাহরির সময় ভিক্টিম শিক্ষার্থীর সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রমনা জোনের ডিসি মাসুদের সঙ্গে পরামর্শ করে পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে থানায় যাওয়া হয়।

ফরহাদ জানান, থানার সামনে তৌহিদী জনতা জড়ো হয়ে দাবি জানায়, অর্নবকে আদালতে নেওয়া যাবে না, বরং থানাতেই মুক্তি দিতে হবে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন তারা হাতে হাত রেখে শপথ নেয়—প্রয়োজনে জীবন দেবে, তবুও অবস্থান ছাড়বে না।

তিনি বলেন, তৌহিদী জনতাকে বোঝানোর চেষ্টা করা হলেও, একাধিকবার বাকবিতণ্ডার সম্মুখীন হতে হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কসহ বিভিন্ন পক্ষের প্রচেষ্টায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়। দীর্ঘ আলোচনার পর তৌহিদী জনতা আইনি প্রক্রিয়া মেনে চলতে রাজি হয়।

ফরহাদ আশঙ্কা প্রকাশ করে বলেন, এই ঘটনা অপরাধীর শাস্তি নিশ্চিত করার বদলে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারত। পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী নিজেদের স্বার্থে পরিস্থিতিকে ব্যবহার করতে পারত বলেও সংশয় ছিল। পরিস্থিতি কিছুটা শান্ত হলে অর্নবকে আদালতে নেওয়ার ব্যবস্থা করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!