‘রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ইচ্ছা নেই’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৯:৫২ এএম

‘রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ইচ্ছা নেই’

ছবি: সংগৃহীত

সংস্কারের জন্য দেশের তরুণরা প্রাণ দিলেও রাজনৈতিক দলগুলোর এ নিয়ে আগ্রহ নেই। তাই আমরা একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি বলে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৭ মার্চ) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

গত বছর জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন নাহিদ ইসলামসহ আরও অনেক শিক্ষার্থী। ফলে ক্ষমতা ছেড়ে পালাতে হয় ১৫ বছর ধরে দেশ শাসন করতে থাকা শেখ হাসিনাকে। ৫ আগস্ট পতন হয় তার সরকারের। এখন সেই আন্দোলনের অসমাপ্ত কাজ শেষ করতে রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান নাহিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক নাহিদ গত সপ্তাহে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন। তিনি নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম বলেন, আমাদের ওপর দায়িত্ব বর্তেছে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের, যা আমরা গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে দিয়েছিলাম। তাই আমরা একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিই।

দেশে আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দেশের অন্যতম পুরোনো রাজনৈতিক শক্তি জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয়ী হতে পারে বলে ব্যাপকভাবে মনে করা হচ্ছে। এ বিষয়টি নিয়ে নিজের ভাবনা তুলে ধরে নাহিদ বলেন, যদি তিনি এবং তার সঙ্গীরা পরবর্তী সরকার গঠন করতে না পারেন, তবু তারা একটি রাজনৈতিক শক্তির সূচনা করছেন; যা আগামী কয়েক দশক ধরে প্রভাবশালী হবে। কেউ জানত না যে, একটি অভ্যুত্থান হবে, কিন্তু তা ঘটেছে।

তিনি বলেন, আমি আন্তরিকভাবে আশা করি এবং বিশ্বাস করি যে, আমরা এবার জয়ী হব। কিন্তু এই নির্বাচন পৃথিবীর শেষ নয়... আমাদের লক্ষ্য হলো এই শক্তিটিকে আরও ৫০, ১০০ অথবা আরও বেশি বছর ধরে ধরে রাখা।

তিনি আরও বলেন, এনসিপি নিজেকে একটি বৃহৎ ও অন্তর্ভুক্তিমূলক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।  আমরা অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি, কিন্তু ধর্মীয় ও সাংস্কৃতিক নীতিমালা দ্বারা নির্ধারিত কিছু সীমা রয়েছে। আমরা নারীদের এগিয়ে এনেছি এবং সব বর্ণ ও ধর্মের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি। আমরা নিশ্চিত করব যে, সব নাগরিক তাদের অধিকার যেন ভোগ করতে পারে।

নাহিদ ইসলাম বলেন, আমাদের বিরুদ্ধে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়, কিন্তু এটি সত্য নয়।

আরবি/এসবি

Link copied!