মাগুরার সেই শিশুর পাশে থাকার প্রতিশ্রুতি তারেক রহমানের

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০২:৪২ পিএম

মাগুরার সেই শিশুর পাশে থাকার প্রতিশ্রুতি তারেক রহমানের

ছবি: সংগৃহীত

মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৮ মার্চ) শিশুটির মায়ের সঙ্গে ফোনালাপে তিনি এই আশ্বাস দেন।

ফোনালাপের শুরুতেই তারেক রহমান শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং বলেন, “মাগুরায় বিএনপির যেসব নেতা-কর্মী আছেন, তারা সবাই শিশুটির পাশে থাকবে।”

ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “আমরা সব ধরনের চেষ্টা করব যাতে শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা আইনের আওতায় শাস্তি পায়।”

এ সময় তারেক রহমান শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা বলেন এবং দলের পক্ষ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

শিশুটির মা তার মেয়ের ওপর পাশবিক নির্যাতনের বর্ণনা দেওয়ার পর তারেক রহমান বলেন, “আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব, যাতে শিশুটি ন্যায়বিচার পায়।”

এছাড়া, তারেক রহমান দলের পক্ষ থেকে সবসময় শিশুটির পাশে থাকার আশ্বাস দেন এবং শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে, শনিবার (৮ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক এবং ভেন্টিলেটরের মাধ্যমে তার শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছে।

তিনি আরও জানান, পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে গুরুতর ক্ষত রয়েছে এবং তার গলায় আঘাতের চিহ্নও রয়েছে। শিশুটির চিকিৎসায় গাইনি ও অ্যানেসথেসিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরবি/এফআই

Link copied!