ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫

সেই নির্যাতিত শিশুর মায়ের সাথে কথা বলেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৪:১৮ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলছেন শিশুটির মা। ছবি : সংগৃহীত

মাগুরার পাশবিক নির্যাতনের শিকার শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৮ মার্চ) ফোনালাপে তিনি শিশুটির বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ফোনালাপে তারেক রহমান বলেন, ‘মাগুরায় বিএনপির যত নেতাকর্মী আছেন, তারা সবাই শিশুটির পাশে থাকবেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব, যাতে শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে, তারা আইন অনুযায়ী শাস্তি পায়।’

শিশুটির চিকিৎসা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘শিশুটির চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন, আমরা আমাদের দলের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব।’

শিশুটির মা ফোনালাপে তার মেয়ের ওপর হওয়া পাশবিক নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। তা শুনে তারেক রহমান পুনরায় আশ্বাস দেন যে, শিশুটি যেন ন্যায়বিচার পায়, সে জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।

পরে তিনি দলের নেতাদের শিশুটির পরিবারের পাশে থাকার নির্দেশ দেন এবং শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছে।

তিনি আরও জানান, পাশবিক নির্যাতনের ফলে শিশুটির যৌনাঙ্গে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে এবং তার গলায় মারাত্মক আঘাত রয়েছে। শিশুটির উন্নত চিকিৎসার জন্য গাইনি ও অ্যানেসথেসিওলজি বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বোনের বাড়িতে বেড়াতে গিয়ে এই শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শনিবার ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেছেন। মামলায় শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮), বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজিব শেখের ভাই রাতুল শেখ (১৭) এবং তাদের মা জাবেদা বেগমকে (৪০) আসামি করা হয়েছে। তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।